Home / জাতীয় / ভাড়া করা বিমানে ফেরানো হবে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের

ভাড়া করা বিমানে ফেরানো হবে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ঘোষিত লকডাউনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য একটি চার্টার্ড ফ্লাইটের আয়োজন করা হচ্ছে। বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্র জানায়, নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় চার্টার্ড ফ্লাইট (ভাড়ায় চালিত) পরিচালনার জন্য কাতার এয়ারওয়েজের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

এর আগে গত সপ্তাহে দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে এসে আটকা পড়া বাংলাদেশি নাগরিকেদর দেশে ফেরার বিষয়ে আহ্বাণ জানানো হয়। যোগাযোগের জন্য দূতাবাসের হটলাইন (+ 1-202-740-6305) ব্যবহার করতে বলা হয়। এতে ২২ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীসহ প্রায় ২০০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এ মুহূর্তে করোনা আক্রান্ত এবং করোনার কারণে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪ জন, মারা গেছেন ৪৭ হাজার ৬৭৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫০ জন।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: