Home / বিনোদন / বলিউড / ভারতে জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে সালমান

ভারতে জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে সালমান

বিনোদন ডেস্ক: হিন্দি সিনেমার সুপারস্টার বলিউড ভাইজান খ্যাত সালমান খান বড় হৃদয়ের মানুষ একথা কম বেশি সবারই জানা। আবারও নিজের বড় মনের পরিচয় দিলেন এই অভিনেতা। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা ঘটনায় পুরো ভারত এখন শোকের সাগরে ভাসছে। ৪৯ জন সেনার মৃত্যু মেনে নেয়নি কেউই।

রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে শোবিজেও। এ ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধও করা হয়েছে। ভারতবর্ষে কাজ করা পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান সংগঠন দি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

এবার শহীদ পরিবারের পাশে এসে দাঁড়ালেন সালমান খান। ভারতীয় গণমাধ্যম এবেলার খবরে বলা হয়, বিজেপি নেতা কিরেন রিজ্জু টুইটে জানিয়েছেন, ‘সালমান তার সংস্থা বিইং হিউম্যান-এর মাধ্যমে শহীদদের সাহায্য করছেন। পুলওয়ামা কাণ্ডে শহীদদের পাশে দাঁড়ানোর জন্য সালমান খানকে ধন্যবাদ।’

সেনাদের পরিবারকে দ্রুত চেক পাঠানো হবে বলে জানান কিরেন।

সালমানের পাশাপাশি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবির টিম ও আরএসভিবিপি শহীদ সেনার পরিবারের তহবিলে ১ কোটি টাকা সাহায্য করেছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

Check Also

আইনি জটিলতায় সালমানের ‘ভারত

বিনোদন ডেস্ক: আইনি জটিলতায় পড়েছে সালমানের ‘ভারত’ চলচ্চিত্রটি। ছবিটি মুক্তি পাবে ৫ই জুন। এরইমধ্যে ছবির …

%d bloggers like this: