Home / Uncategorized / ভারতে ছয়তলা ভবন ধস: নিহতের সংখ্যা বেড়ে ৯

ভারতে ছয়তলা ভবন ধস: নিহতের সংখ্যা বেড়ে ৯

আর্ন্তজাতিক ডেস্ক: মঙ্গলবার রাতে ভারতের রাজধানী দিল্লির কাছে একটি ছয়তলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। দিল্লির সন্নিকটে বৃহত্তর নইদাস শাহবেরি গ্রামে অবস্থিত ওই ছয়তলা ভবনের ধ্বংসস্তুপ থেকে বৃহস্পতিবার আরো ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। দমকল বাহিনীর কর্মকর্তার এ তথ্য জানিয়েছেন।

একজন দমকল কর্মকর্তা আজ বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসকে জানান, উদ্ধার প্রক্রিয়া এখনো চলছে।

মঙ্গলবার রাতে শাহবেরি গ্রামে অবস্থিত একটি ছয়তলা ভবন পাশের একটি চারতলা ভবনে ধসে পড়ে। চারতলা ভবনটিতে আঠারটি পরিবারের বসবাস। নির্মাণাধীন ভবনটি ধসে পড়ার সময় সেখানে অন্তত ১২ জন শ্রমিক ছিলেন। দুটি পরিবার ও শ্রমিক সহ বেশ কয়েকজন মানুষ সেখানে আটকে যায়।

ভারতের ন্যাশনাল ডিসেস্টার রেসপন্স ফোর্স(এনডিআরএফ) উদ্ধার প্রক্রিয়ায় ‘স্নিফার’ কুকুরদের সহায়তা নিচ্ছে বলে জানা গেছে।

এদিকে, নিহতদের মধ্যে পানকুরি নামের ১৪ মাসের এক শিশুও রয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনীর একজন কর্মকর্তা।

Check Also

বিশ্বকাপ খেলতে না পারা দুর্দান্ত পাঁচ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্নসহ আরও বেশ কিছু দুর্দান্ত ক্রিকেটার আছেন যারা …