Home / বিনোদন / বলিউড / ভাইরাল সাঁতারে মগ্ন লাস্যময়ী ক্যাটরিনা

ভাইরাল সাঁতারে মগ্ন লাস্যময়ী ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: নিজেকে ফিট রাখতে সব সময়ই সচেষ্ট তিনি। তার জন্য কখনো জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন তিনি, আবার কখনো কটছেন সাঁতার।
বি টাউনের অন্যতম হট অভিনেত্রী ক্যাটরিনা কাইফ যেমন সুন্দর তেমনি ফিট তিনি। আর এবার সাঁতারের ভিডিও পোস্ট করলেন ক্যাট। ওই ভিডিওতে যেন আরো লাস্যময়ী লাগছে ক্যাটরিনাকে তেমনি সুন্দরও লাগছে।

আর ওই ভিডিও ইন্টারনেটে প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। তবে সাঁতারের সময় ক্যাটরিনা নাকি আলিয়াকে বেশ মিস করছিলেন। বি টাউনের অন্যতম বেস্টি হিসেবেই পরিচিত ক্যাটরিনা এবং আলিয়া। তাই পুলের জলে ওয়ার্কআউটের সময় বেস্টিকে ক্যাটরিনা মিস করছেন, তাতে আর আশ্চর্য কী?

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: