Home / বিনোদন / ‘ব্যক্তিগত কারণে’ শিরোনামহীন ছাড়লেন তুহীন!

‘ব্যক্তিগত কারণে’ শিরোনামহীন ছাড়লেন তুহীন!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের লিড ভোকালিস্ট তানযীর তুহিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ডদলটি থেকে সরে দাঁড়িয়েছেন! আজ শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি প্রকাশ করেন তিনি। জানা গেছে, কিছুদিন আগে দলের বাকী সদস্যদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তে এসেছিলেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তুহীন লিখেছেন, ‘আমি তানযীর তুহীন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ব্যান্ড থেকে সরে যাচ্ছি।’

ব্যান্ডটির সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তুহীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেশ কিছুদিন চিকিৎসা শেষে আপাতত সুস্থ হয়ে বাসায় ফিরলেও ডাক্তাররা তাকে মঞ্চে পারফর্ম না করার পরামর্শ দিয়েছেন। শারীরিক ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তুহীনের জায়গায় নতুন ভোকালিস্টের খোঁজ করছে শিরোনামহীন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: