স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধারাবাহিকভাবে সিদ্দিকুরের পারর্ফম খারাপ যাচ্ছিল। সেই ধারা এখনো অব্যহত রয়েছে। ম্যানিলা সাউথউড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে তিনটি বার্ডির পাশাপাশি দুটি বোগি ও একটি ডাবল বোগি করেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে ৬৪তম স্থানে আছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
পারের চেয়ে সর্বনিম্ন দুই শট কম খেলা গলফাররাই ‘কাট’ এড়িয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে ২৫তম থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন সিদ্দিকুর।
১০ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ১২ শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের আরনন্দ ভংভানিজ ও ফাচারা খংওয়াতমাই ও ফিলিপিনের জাস্টিন কুইবান।