Home / খেলাধুলা / বেলজিয়ামের জয় লুকাকুর রেকর্ডের দিনে

বেলজিয়ামের জয় লুকাকুর রেকর্ডের দিনে

স্পোর্টস ডেস্ক:  মেক্সিকোর বিপক্ষে ২ গোল করে বার্নার্ড বোরহোফ এবং পল ফন হিমস্টের সঙ্গে নাম লেখান বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায়। পরের ম্যাচেই জাপানের বিপক্ষে গোল করে দলকে জয় এনে দেওয়ার সঙ্গে সঙ্গে বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা এককভাবে নিজের করে নিলেন লুকাকু। জাপানের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭২ মিনিটে দলকে লিড এনে দেন লুকাকু। নাসের চ্যাডলির বাড়ানো বল জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: