Home / খেলাধুলা / বৃষ্টিতে পরিত্যক্ত হলো ঢাকা-চিটাগং ম্যাচও

বৃষ্টিতে পরিত্যক্ত হলো ঢাকা-চিটাগং ম্যাচও

স্পোর্টস ডেস্ক: আজ বুধবার প্রকৃতির বৈরী আচরণের কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানেসের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে দুই দলকে একটি পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়েছে। ঢাকা ও চিটাগংকে একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সিলেটকে হটিয়ে আবার বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ঢাকা ডায়নামাইটস।

ঢাকার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে চিটাগংও। এতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি। ছয় ও সাতে রয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস।

বিপিএলে প্রথম সাতটি দিন নির্বিঘ্নেই কেটেছিল। তবে  আজ অষ্টম দিনে এসে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। মিরপুরের উইকেট তাই ঢেকে দেওয়া হয়। বৃষ্টি না কমায় কাভার সড়ানো সম্ভব হয়নি। বিকেল পৌনে ৪টায় সিলেট-খুলনা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। শেষ বিকেলে বৃষ্টির গতি কিছুটা বাড়ায় ঢাকা-চিটাগং ম্যাচ নিয়েও সন্দেহ দেখা দেয়। শেষ পর্যন্ত সন্ধ্যা সোয়া ৭টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিশিয়ালরা।

আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামীকালও দেশের বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার অবশ্য বিপিএলের কোনো ম্যাচ নেই।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: