Home / ফিচার / বৃদ্ধা মাকে তালাবন্দী করে ছেলে গেল আন্দামান ভ্রমণে

বৃদ্ধা মাকে তালাবন্দী করে ছেলে গেল আন্দামান ভ্রমণে

ফিচার ডেস্ক: দোতলা ঘরটির সব কামরার দরজাই তালা দিয়ে আটকানো। বন্ধ সদর। উপরের তলায় এসি আছে। কিন্তু তার জন্য বরাদ্দ একতলার একটা চিলতে ঘর। প্রায় গুদাম বা স্টোররুমই বলা যায়। সংলগ্ন বাথরুমও অপরিসর ও নোংরা। সেখানেই কার্যত তিনদিন বন্দি হয়ে আছেন ৯৬ বছর বয়সি সবিতা নাগ। কী করবেন? বাইরে থেকে তাকে তালাবন্ধ করে যে আন্দামান ভ্রমণে বেরিয়েছে তারই ছেলে! চাঞ্চল্যকর এ ঘটনা ভারতের আনন্দপুরের চৌবাগা এলাকার। ঘরের মধ্যেই বন্দি ছিলেন নবতিপর বৃদ্ধা। রবিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তার কান্নার আওয়াজ শুনতে পায়।

শুনতে পায় ‘উদ্ধার করো’ রবে কাতর চিৎকার। তারপরই সচকিত হয় পাড়া। খোঁজ নিয়ে দেখা যায়, বিশাল বাড়িটায় ওই মহিলা ছাড়া আর কেউই নেই। কোথায় গিয়েছে বাকিরা? উত্তরে জানা যায়, দিন তিনেক আগে ছেলে সপরিবারে গিয়েছে আন্দামান ভ্রমণে। তাকে রেখে গিয়েছে তালাবন্দি করে। সদর দরজাও বন্ধ। একজনকে দায়িত্ব দেওয়া ছিল। তিনিই এসে দুপুরে খাবার দিয়ে যেতেন। কখনও তালা খুলতেন। কখনও আবার বাইরে থেকেই খাবার দিয়ে সারা। এইভাবেই চলছিল। কিন্তু শেষমেশ এই দমবন্ধ করা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন সবিতা দেবী। রবিবার সকালে প্রতিবেশীরাই বৃদ্ধার করুণ অবস্থার কথা জানতে পারেন। খবর যায় পুলিশে। পাঁচিল টপকে পুলিশ ও প্রতিবেশীরা এসে সবিতা দেবীকে উদ্ধার করেন।

Check Also

বিজ্ঞান ও ধর্মগ্রন্থসমূহে করোনাভাবনা

নিউজ ডেস্ক: কোনো সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠী নয়। পারমাণবিক বোমার হুমকি নয়। পৃথিবীব্যাপী একটাই ত্রাস, করোনাভাইরাস। …

%d bloggers like this: