Home / বিনোদন / বলিউড / বিয়ের আগেই ডাক্তারের কাছে আনুশকা-বিরাট, নানা গুঞ্জন

বিয়ের আগেই ডাক্তারের কাছে আনুশকা-বিরাট, নানা গুঞ্জন

বিনোদন প্রতিনিধি:  বিরাট কোহলি এবং আনুশকা শর্মা একসঙ্গে চিকিত্সকের কাছে গিয়েছিলেন। আর এই নিয়েই নতুন গুঞ্জন শুরু হলো বলিউড মহলে।

তাঁদের সম্পর্কের কথা সকলেরই জানা। আগামী ডিসেম্বরেই হয়তো গাঁটছড়া বাঁধবেন তাঁরা। কিন্তু, এমন কী হলো যাতে একসঙ্গে চিকিত্সকের কাছে গেলেন এই হবু দম্পতি!

না! এই খবরে নতুন কোনও গসিপ নেই। কারণ দু’জনেই মুম্বাইয়ের আকুপাংচার স্পেশালিস্ট চিকিত্সক জুয়েল গামাডিয়ার চেম্বারে গিয়েছিলেন। ওই চিকিত্সক বিরাট ও আনুশকার সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়।

তবে বিরাট-আনুশকা প্রথম নয়। এর আগেও বেশ কিছু বলি তারকা জুয়েলের চেম্বারে গিয়েছেন চিকিত্সার জন্য। ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজের মতো বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তিনি।
তাই বিরাট-আনুশকার একসঙ্গে চিকিত্সকের কাছে যাওয়াতে অন্য গসিপ খুঁজে কোনও লাভ নেই বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: