Home / বিনোদন / বলিউড / বিশ্বসুন্দরী আমির খানকে চান

বিশ্বসুন্দরী আমির খানকে চান

বিনোদন ডেস্ক: বিশ্বের ১২০টি দেশ থেকে আসা সুন্দরীদের হারিয়ে মাথায় সেরার মুকুট তুলে নিয়েছেন হরিয়ানার মেয়ে মানুসী ছিল্লার।

নতুন এই বিশ্বসুন্দরীর চোখ এখন বলিউডে। তবে যেমন-তেমন নায়কের সঙ্গে নয়, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের হাত ধরে বলিউডে পা রাখতে চান মানুসী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে মানুসী জানান, ‘আমি অবশ্যই আমিরের সঙ্গে কাজ করতে চাই।

আমার মতে, তিনি এমন একজন অভিনেতা যিনি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে থাকেন।

একইসঙ্গে তার অভিনীত ছবিগুলো সমাজের জন্য কিছু বার্তাও দিয়ে যায়।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: