Home / খেলাধুলা / ‘বিরাট কোহলিকে থামাও’ মন্ত্র জপছে অজিরা

‘বিরাট কোহলিকে থামাও’ মন্ত্র জপছে অজিরা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের কাছে টেস্ট হেরে এবার ভারত সফরে আছে স্টিভেন স্মিথের দল। কোহলি বাহিনীর বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজ ঘিরে তাদের বড় ‘ভীতি’র নাম বিরাট কোহলি। আগের ওয়ানডে সিরিজেই ২ সেঞ্চুরিসহ ৩৩০ রান করেছেন ভারত অধিনায়ক। এই মুহূর্তে বিশ্বের সেরা এবং ভয়ংকরতম ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যটা পরিষ্কার- বিরাট কোহালিকে থামাও।

চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে অজি অধিনায়ক বলেন, ‘বিরাট কোহলিকে আমাদের শান্ত রাখতে হবে। তা হলেই সিরিজে আমাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। ‘

এই সফরে ৫টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। যার প্রথমটি চেন্নাইয়ে, ১৭ সেপ্টেম্বর। শনিবারই ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।

এক প্রশ্নের জবাবে স্মিথ বলেন, ‘কোহলির সঙ্গে আমার পার্থক্য নিয়ে আমি বেশি মাথা ঘামাতে চাই না। ও অবশ্যই দুর্দান্ত ক্রিকেটার। ওয়ানডেতে অসাধারণ সব রেকর্ড আছে। আসল কথা হলো, ওকে আমাদের শান্ত রাখতে হবে। ‘অস্ট্রেলিয়ার শেষ ভারত সফরে বিতর্ক একটা বড় অংশ জুড়ে ছিল। ডিআরএস নেওয়ার সময় স্মিথ ড্রেসিংরুমের দিকে তাকানো থেকে যে বিতর্কের শুরু। যার পরে ঘুরিয়ে অস্ট্রেলীয় অধিনায়কের বিরুদ্ধে ‘জোচ্চুরি’র অভিযোগ এনেছিলেন কোহলি। স্মিথ অবশ্য মনে করছেন, এ বারের সিরিজটা ক্রিকেটীয় স্পিরিট মেনেই খেলা হবে। স্মিথ বললেন, ‘ভারতের সঙ্গে খেলা মানেই লড়াইটা সব সময় হাড্ডাহাড্ডি হয়। আশা করব, ক্রিকেটীয় স্পিরিট মেনেই সিরিজটা হবে। ‘

বাংলাদেশে স্পিনের বিপক্ষে কড়া পরীক্ষা দিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে ভারতে ওয়ানডে সিরিজে মোটামুটি ব্যাটিং সহায়ক হবে এমনটাই মনে করছেন স্মিথ। তার কথায়, ‘আমার যতদূর মনে পড়ে ভারতের মাটিতে শেষ ওয়ানডে সিরিজে প্রচুর রান হয়েছিল। উইকেট পাটাই ছিল। দেখা যাক, এ বার কী ধরনের উইকেট পাই। তবে মনে হয়, ব্যাটিং উইকেটই পাব। ‘

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: