Home / বিনোদন / ঢালিউড / বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আমি নেতা হবো’

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আমি নেতা হবো’

বিনোদন ডেস্ক : বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে শাকিব খান ও মিম অভিনীত নতুন ছবি ‘আমি নেতা হব’।

সেন্সর বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল উদ্দিন মুন্সি বলেন, ২১ ডিসেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়।

শনিবার সরকারি ছুটির হলেও জরুরি কাজের জন্য সেন্সর বোর্ডের অফিস খোলা ছিল।

কালই ছবিটির ছাড়পত্রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমনটাই জানালেন জালাল উদ্দিন মুন্সি।

শাকিব-মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াত।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: