Home / আইন-আদালত / বিদেশফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ

বিদেশফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক: করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে দেশের বাইরে থেকে আসা প্রত্যেককে কোয়ারেন্টিনে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য যাবতীয় ব্যবস্থা নিতে সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও করোনার থাবায় একজন মারা গেছেন। বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন।

Check Also

বিশ্ব করোনা গুজবের মহামারিতেও ভুগছে : জাতিসংঘ

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। আতঙ্কগ্রস্ত বিশ্বের কোটি কোটি মানুষ। সেই সুযোগে নানারকম …

%d bloggers like this: