Home / বিনোদন / বলিউড / বিগবসের ঘরে ঝামেলা শুরু করেছেন হিনা খান

বিগবসের ঘরে ঝামেলা শুরু করেছেন হিনা খান

বিনোদন ডেস্ক: ১৮ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস’র এবারের পর্বে। এবারও সঞ্চালনায় রয়েছেন সালমান খান। প্রিমিয়ারের পর একটা দিন যেতে না যেতেই বিগ বসের ঘরে ঝামেলা শুরু হয়ে গেছে।

জানা গেছে, টেলিভিশন অভিনেত্রী হিনা খান বিগবসের ঘরে বেশি আলোচনায় এসেছেন। বিগ বস কর্তৃপক্ষের কাছে এমন জিনিস চাইলেন, যা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেল।

এরপর থেকে বিগ বসের নিয়মই অমান্য করছেন এই অভিনেত্রী। যদিও অভিনেত্রী হিনা খান যে খাবার পেয়েছিলেন, তা-ই খেতে চেয়েছিলেন। কিন্তু সেই খাবার ঠাণ্ডা হয়ে গিয়েছিল। তাই তিনি বিগ বসের কাছে মাইক্রোয়েভ চান, যাতে তিনি ঠাণ্ডা খাবার গরম করে খেতে পারেন। কিন্তু বিগ বসের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয় যে, এটা বিগ বসের ঘর। এখানে বিগ বসের নিয়ম চলে।

বিগ বসের এই ঘোষণায় অভিনেত্রী হিনা খান বেশ রেগে গিয়ে শো’র নিয়ম অমান্য শুরু করেন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: