Home / জাতীয় / বিএসএমএমইউতে জ্বর-সর্দি-কাশির রোগীদের চিকিৎসার ব্যবস্থা

বিএসএমএমইউতে জ্বর-সর্দি-কাশির রোগীদের চিকিৎসার ব্যবস্থা

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে জ্বর-সর্দি-হাঁচি-কাশিতে ভোগা রোগীদের একটা বিরাট অংশ চিকিৎসা পাচ্ছেন না,  এমন অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। এ ধরনের এসব রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে।

বিএসএমএমইউ সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জ্বর-সর্দি-হাঁচি-কাশির রোগীদের জন্য শাহবাগে বাংলাদেশ বেতার ভবনের নীচতলায় ‘ফিভার ক্লিনিক’ চালুর মাধ্যমে পৃথক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ ধরনের রোগীরা ফিভার ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে পারবেন।

বেতার ভবনটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উল্টো পাশে বারডেম হাসাপাতালের উত্তর পাশে।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: