Home / জাতীয় / বিএনপি ষড়যন্ত্রের ওপর আস্থাশীল : মাহবুব-উল-আলম হানিফ

বিএনপি ষড়যন্ত্রের ওপর আস্থাশীল : মাহবুব-উল-আলম হানিফ

নিউজ ডেস্ক : মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির আস্থা ষড়যন্ত্রের ওপর। দেশের জনগণ বিএনপি সরকারের সময়ের মতো জালিয়াতি মার্কা নির্বাচন কমিশন দেখতে চায় না।

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা না থাকলেও দেশের মানুষের আস্থা রয়েছে। আজ শনিবার সকালে জেলার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এডুকেয়ার স্কুল এন্ড কলেজর বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি যাদের আস্থা নেই তাদের মূল আস্থার জায়গা হচ্ছে ষড়যন্ত্র।

আর যাদের ষড়যন্ত্রের প্রতি আস্থা তারা জনগণের প্রতিও আস্থা রাখতে পারবে না। জনগণের প্রতিনিধির প্রতি আস্থা রাখতে পারবেন না এবং দায়িত্বশীল নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা রাখার কথাও নয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহীনুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: