নিজস্ব প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে আসবে, সেটা আমরা জানি। যে কোনো পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে আসবে।
নির্বাচনে না এলে তাদের পরিণতি মুসলিম লীগের মতো সঙ্কুচিত হবে। আজ শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সেতুমন্ত্রী এ কথা বলেন। ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বাসে অগ্নিসংযোগের জন্য বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ফেরার সময় শ্রমিক দল আর তাদের দলের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে দাঁড়িয়েছিল। আমাদের কোনো লোক ওখানে ছিল না।
তাহলে বুঝে নেন, কারা আগুন দিয়েছে। আয়োজিত সভায় আরও বক্তব্য দেন প্রয়াত আখতারুজ্জামান বাবুর ছেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।