নিউজ ডেস্ক : সঙ্গীত সাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
অসংখ্য শ্রোতানন্দিত গানের এ গায়কের মৃত্যুতে বিবৃতিতে শেখ হাসিনা বলেন, দেশের মানুষ একজন জনপ্রিয় বাংলা লোকসঙ্গীত শিল্পীকে হারাল।
যতদিন লোকসঙ্গীত থাকবে, ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন।