Home / দেশজুড়ে / খুলনা / বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ আটক ১২

বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ আটক ১২

দেশজুড়ে ডেস্ক:  বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আজ সোমবার দুপুরে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।

আটককৃতদের বাড়ি নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক বলেন, “অবৈধপথে ভারত থেকে বেশ কয়েকজন বাংলাদেশে প্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোলের লঘুনাথপুর সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ছয় নারী, দুই শিশুসহ ১২ জনকে আটক করা হয়।

” আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: