নিউজ ডেস্ক: বিনা পয়সায় ঢাকায় এতো বড় একটা হাসপাতালে আমার বাপের চোখের অপারেশনের কথা জীবনেও চিন্তা করি নাই। কিন্তু সেইটাই আজ সত্যি হল। গতকাল বুধবার সকালে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানে অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষমান রুহুল আমীন এভাবেই তাঁর বাবার চোখের অপারেশন নিয়ে আনন্দ প্রকাশ করেন। এমন আরও ১৪ জনের চোখে অত্যাধুনিক ফ্যাকো সার্জারি হয় গতকাল এই হাসপাতালে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সালেহ আহম্মেদ বলেন, প্রতিবছরই আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ক্যাম্প করে বিনামূল্যে দরিদ্র রোগীদের চোখের চিকিৎসা দেই। এরই অংশ হিসাবে গতমাসে আমরা ব্রাক্ষ্মনবাড়িয়ায় স্থানীয় একটি সংস্থার সহায়তায় একটি ফ্রি আই ক্যাম্প পরিচালনা করি। সেখানে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ২৫ জনের অপারেশনের প্রয়োজন হয়। যাদেরকে আমরা এই হাসপাতালে এসে অপারেশনের পর পরামর্শ দিয়ে এসেছি। কিন্তু ওই রোগীরা সব আসেনি, যে ১৪জন এসেছে আপাতত তাদেরকেই উন্নত মানের ফ্যাকো মেশিনের সাহয্যে অপারেশন করে দেওযা হযেছে। বাকীদের আবার কোনো একটি সময় ডেকে এনে একই বাবে বিনামূল্যে অপারেন করে দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল এ অপারেশন পরিচালনায় অধ্যাপক ডা. সালেহ আহম্মেদের সঙ্গে ডা, মৌটুসি ইসলাম, ডা. মজিবর রহমানসহ আরও কয়েকজন ছিলেন।