Home / বিনোদন / বলিউড / বলিউডে টপলেস হবার হিড়িক, এবার আদা শর্মা

বলিউডে টপলেস হবার হিড়িক, এবার আদা শর্মা

বিনোদন ডেস্ক: বলিউড অঞ্চলে এখন টপলেস হওয়ার হিড়িক। এষা গুপ্তা, কালকি কেঁকলা, বাণী জের মতো অভিনেত্রীরা টপলেস হয়ে ঝড় তুলেছেন। রাগিণীর ওয়েব সিরিজের পোস্টারে টপলেস অবস্থায় দেখা গেছে করিশমা শর্মাকে। সেই তালিকার নাম লেখালেন অভিনেত্রী আদা শর্মা।

ইনস্টাগ্রামে আদার পোস্ট করা ছবিটি নজর কেড়েছে ভক্ত-অনুসারীদের। হাতে কুঠার, গায়ে কাঠের গয়না আর সামনের দিকে খোলা চুল। এই লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখা রয়েছে হেয়ার ম্যাগাজিন। যা দেখে কেউ কেউ বলছেন, হয়তো কোনও হেয়ার ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন অভিনেত্রী। সেই ছবিটি পোস্ট করেছেন। তবে এ নিয়ে কিছু জানাননি আদা নিজে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: