Home / কৃষকের মাঠ / বন্যায় আক্রান্ত গৃহপালিত পশুর যত্ন ও পরিচর্যা

বন্যায় আক্রান্ত গৃহপালিত পশুর যত্ন ও পরিচর্যা

ডাঃ সুদেব সরকার: ভৌগোলিক ও পরিবেশগত কারনে বন্যা আক্রান্ত হয়ে প্রতিবছর বাংলাদেশে লক্ষাধিক গৃহপালিত পশু মারা যায়। একটু যত্ন ও সাবধানতাই পারে অসংখ্য পশুর জীবন বাঁচাতে এবং দেশকে অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করতে।

যা যা করতে হবে

ক। গবাদিপশুকে যথাসম্ভব উচু স্থানে রাখতে হবে।

খ। বাড়ি, বাঁধ বা আশ্রয়কেন্দ্র ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকলে গলার দড়ি খুলে দিতে হবে।

গ। খেয়াল রাখতে হবে যেন সাপ বা পোঁকামাকড় না কামড়ায়।

ঘ। আশ্রয়কেন্দ্রে যাবার সময় শুকনো খড় বা ঘাস সঙ্গে নিয়ে যেতে হবে।

ঙ। সম্ভব হলে পশুকে ডিপ টিউবওয়েলের পানি পান করাতে হবে।

চ। পশুর কোনো রোগব্যাধির লক্ষন দেখা দিলে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হোন। এক্ষেত্রে আগে থেকে ফোন নম্বর ও প্রাথমিক কিছু ঔষধ জোগার করে রাখা ভাল।

ছ। পশুর মল মূত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। এতে মানুষের স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়বে না।

জ। বন্যার সময় প্রানিসম্পদ অধিদপ্তর আক্রান্ত এলাকায় বিনামূল্যে পশুখাদ্য,কৃমিনাশক বোলাস ও ভ্যাক্সিন বিতরন করে, এজন্য চোখ কান খোলা রাখতে হবে।

মানব স্বাস্থ্যের পাশাপাশি গৃহপালিত পশুর স্বাস্থ্যের দিকে নজর দিলে বন্যা পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকটে এই পশুটি হতে পারে আপনার বেঁচে থাকার সম্বল।

ডাঃ সুদেব সরকার
ভেটেরিনারি সার্জন
উপজেলা প্রানিসম্পদ দপ্তর, নাজিরপুর, পিরোজপুর।

Check Also

নড়াইল থেকে হারিয়ে যাচ্ছে মৌমাছি ও মধু

নড়াইল জেলা: নড়াইলে থেকে হারিয়ে যাচ্ছে মানব দেহের উপকারী মৌমাছি। মানব দেহের জন্য পৃথীবির সবচেয়ে …

%d bloggers like this: