Home / দেশজুড়ে / খুলনা / বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড

বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড

নিজস্ব প্রতিনিধি:  সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বেশকিছু গোলাবারুদ জব্দ করেছে র‌্যাব। আজ মঙ্গলবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।র‌্যাব-৬ এর লেফটেনেন্ট কমান্ডার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযানে যায় র‌্যাবের একটি দল। এসময় দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ করে।

আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে কিছু গোলাবারুদ জব্দ করা হয়েছে।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: