বিনোদন প্রতিনিধি: সর্বশেষ মুক্তি পাওয়া ‘জড়ুয়া ২’ ব্যবসা করেছে ১০০ কোটি রুপিরও বেশি। জ্যাকলিন ফার্নান্দেজ তাই উড়ছেন আকাশে।
সাফল্য পাওয়ায় অহংকারীও হয়ে উঠেছেন, এমন অভিযোগও কারো কারো। দিন কয়েক আগের এক ঘটনা। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন
তিনি। একই অনুষ্ঠানে ছিলেন অর্জুন রামপালও। একসঙ্গে দুই তারকাকে পেয়ে আলোকচিত্রীরা স্বভাবতই ছবির জন্য তাঁদের একসঙ্গে পোজ দিতে বলেন।
অর্জুন খুশিমনেই রাজি কিন্তু রাজি করানো যায়নি জ্যাকলিনকে। বিব্রত অর্জুন এ ঘটনার পর দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। কিন্তু অভিনেত্রীর এমন
আচরণের কারণ কী? ভারতীয় গণমাধ্যম ‘মিড ডে’ মনে করছে ‘জড়ুয়া ২’ ছবির ব্যাপক সাফল্যই জ্যাকলিনের মাথা ঘুরিয়ে দিয়েছে। অন্যদিকে কাছাকাছি
সময়ে অর্জুনের ছবি ‘ড্যাডি’ ডাহা ফ্লপ। তাই ফ্লপ তারকাদের আপাতত এড়িয়ে চলছেন জ্যাকলিন। যদিও অর্জুন আর জ্যাকলিনকে একসঙ্গে ‘রয়’তে দেখা
গিয়েছিল। সে সময় তাঁদের মধ্যে বেশ ঘনিষ্ঠতাও তৈরি হয়। কিন্তু ছবির ব্যর্থতায় সব সমীকরণ পাল্টে গেল। অন্য তারকাদের সঙ্গে জ্যাকলিনের এমন
আচরণ অবশ্য নতুন নয়। ‘জড়ুয়া ২’-এর শুটিংয়ের সময় ছবির আরেক নায়িকা তাপসী পান্নুর সঙ্গে ঝগড়ার কথাও শোনা গিয়েছিল।