Home / বিনোদন / বলিউড / ফের সম্পর্ক ভাঙল সুস্মিতা সেনের

ফের সম্পর্ক ভাঙল সুস্মিতা সেনের

বিনোদন ডেস্ক : ফের ভাঙল প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সম্পর্ক। রেস্তোরাঁর মালিক ছিলেন ঋত্বিক ভাসিন।
চার বছর চুটিয়ে প্রেমের পর, তাঁরা দুজনেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

একটি ইংরেজি দৈনিকে এক সময় দাবি করা হয়েছিল, আগামী দুই বছরের মধ্যে বিয়ে করবেন সুস্মিতা। এমনকি তাঁরা দুজন একসঙ্গে একটি বাড়ি কেনারও পরিকল্পনা করছেন। তারপরই জানা যায়, এই জুটিকে দীর্ঘ ছয় মাস একসঙ্গে দেখাও যায়নি।

এরপরই সুস্মিতার এক বান্ধবী জানান, তাঁদের দুইজনের এখন যোগাযোগ থাকলেও, ফের সম্পর্কে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

তবে নিজের জীবনে নিজের মতো করে খুশি রয়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স। দুটি কন্যাও দত্তক নিয়েছেন তিনি। এর আগেও সুস্মিতার একাধিক সম্পর্ক ভেঙেছে, এই নিয়ে ফের আরো একটি সম্পর্ক ভাঙল।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: