হাসান তাসাউফ: বলিউডের নবাগতা অভিনেত্রীদের তালিকার শীর্ষে পৌঁছে গেছেন, আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবি ফাতিমার জীবনটাই বদলে দিয়েছে। ‘দঙ্গল’ ছবির ফাতিমা সানা শেখ আগেও একবার শাড়ি পরা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রোষের মুখে পড়েছিলেন ‘দঙ্গল’ গার্ল ফাতিমা সানা শেখ। আবারও সেই ঘটনা ঘটল তাঁর সঙ্গে। অভিনেতা-অভিনেত্রীদের কাজের প্রশংসা পরিবর্তে তাঁদের পোশাক নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাথাব্যথা লক্ষ্য করা যাচ্ছে। তাঁরা কী পরলেন, কার সঙ্গে ঘুরলেন, তা নিয়ে নিজস্ব মতামতও খুল্লামখুল্লা দিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আগেও একবার শাড়ি পরা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রোষের মুখে পড়েছিলেন ‘দঙ্গল’ গার্ল ফাতিমা সানা শেখ। ফের সেই ঘটনা ঘটল তাঁর সঙ্গে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছিলেন, সঙ্গে সঙ্গে ছবিটি নিয়ে কুৎসায় মেতে ওঠে সোশ্যাল মিডিয়া।