Home / বিনোদন / চলচ্চিত্র / ফের কোটির ঘরে শাকিব খান

ফের কোটির ঘরে শাকিব খান

বিনোদন ডেস্ক: ইউটিউব ভিউয়ে কোটির ঘরে প্রথম পা রাখেন গানের মাধ্যমে। ‘বসগিরি’র গান ‘দিল দিল দিল’-এর ভিডিও এখন দুই কোটি ছুঁই ছুঁই। শাকিব খান অভিনীত ‘সত্তা’র গান ‘তোর প্রেমেতে’ও এক কোটি ভিউ পেরিয়েছে সম্প্রতি। এবার কোটির ঘরে প্রথম বাংলা ছবি হিসেবে জায়গা করে নিল এই নায়কের ‘মাই নেম ইজ খান’। বদিউল আলম খোকনের ছবিটি গত বছর ২৮ ফেব্রুয়ারি জি সিরিজের ব্যানারে ইউটিউবে আপলোড করা হয়। দেড় বছরের মধ্যে ছবিটি এখন এক কোটি ১১ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। আর এই খবরে উচ্ছ্বসিত শাকিব, ‘একটা বাংলা ছবি ইউটিউবে এতবার দেখা হয়েছে, ভাবতেই ভালো লাগছে। ২০১৩ সালে মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহেও দর্শক হুমড়ি খেয়ে পড়েছিল। ’

‘মাই নেম ইজ খান’ ছবিতে শাকিবের নায়িকা অপু বিশ্বাস। আরো অভিনয় করেছেন নূতন, মিশা সওদাগর, প্রবীর মিত্র প্রমুখ।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: