Home / বিনোদন / চলচ্চিত্র / ফের আসছে শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’ শাকিব

ফের আসছে শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’ শাকিব

বিনোদন ডেস্ক: শাকিব-শ্রাবন্তী জুটিকে সফল জুুুুটি বানিয়েছে ‘শিকারী’। ‘শিকারী’ ছবির ব্যাপক সফলতার পর ফের শাকিব-শ্রাবন্তী জুটিকে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন পরিচালক উত্তম আকাশ। ছবির নাম হবে ‘বয়ফ্রেন্ড’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক উত্তম আকাশ। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শাকিব খান এবং শ্রাবন্তীর সাথে আজই বিষয়টি কনফার্ম করলাম।’

কবে নাগাদ শুটিং শুরু হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি অ্যাডভান্স বলতে পারছি না। ছবির নায়ক-নায়িকা টিম মেম্বারদের সাথে বসলে, তবেই বলতে পারবো। আসলে ডেটটা মিলাতে হবে।প্রাথমিকভাবে ছবির নাম ঠিক করেছি ‘বয়ফ্রেন্ড’।

প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে ‘শাপলা মিডিয়া’। তিনি আরও যোগ করে বলেন, এই প্রতিষ্ঠান ‘আমি নেতা হব’ এবং ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিরও প্রযোজক।

বাংলাদেশী তারকা শাকিব খান এবং ওপার বাংলার শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’ ছবির ব্যাপক সাফল্যের পর এবার পরিচালক উত্তম আকাশ তাদেরকে নিয়ে আবারও জুটি বাঁধলেন ‘বয়ফ্রেন্ড’ ছবির জন্য।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: