তাশরিফ হাসান: কাজল সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পুরনো ছবি পোস্ট করেন। ছবিটি নাকি তার পুরনো প্রেমের! অবাক হচ্ছেন? জানতে ইচ্ছে হচ্ছে অজয় দেবগন ছাড়া কে ছিল তার জীবন? জেনে আশ্বস্ত হবেন, কোনো মানুষের প্রতি কাজল তার পুরনো প্রেম দেখাননি, বরং দেখিয়েছেন একটি গাড়ির প্রতি। বলিউডে প্রবেশের কিছুদিনের মধ্যেই নিজের টাকায় একটি গাড়ি কিনেছিলেন কাজল, আর সে গাড়ির ওপর বসে তোলা ছবি তিনি খুঁজে পেলেন তার পুরনো অ্যালবামে।
সব ধুলো ঝেড়ে এ ছবিই তিনি টুইটারে পোস্ট দিয়ে লিখেছেন- দেখুন আমি কি খুঁজে পেয়েছি। আমার প্রথম প্রেমের সঙ্গে ছবি…আমার প্রথম গাড়ি