নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী । গতকাল দুপুরে গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে তিনি হাসপাতালে যান। পরে অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি দুই দফা সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে ল্যাবএইডের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন জানান।এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাইফুর রহমান লেলিন বলেন, ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ মুক্তিযোদ্ধা, ভাস্কর দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন।
তার রক্তে পটাসিয়াম ও হিমোগ্লোবিন একেবারেই কম বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং তিনি কিডনির জটিলতায়ও ভুগছেন।