Home / খেলাধুলা / ফিক্সিংয়ের অভিযোগে কারাগারে আরো দুই ক্রিকেটার

ফিক্সিংয়ের অভিযোগে কারাগারে আরো দুই ক্রিকেটার

স্পোটস ডেস্ক: কর্ণাটক প্রিমিয়ার লিগ (কেপিএলে) ফিক্সিং কেলেঙ্কারিতে আরো দুই ক্রিকেটারকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু সিটি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। দুই অভিযুক্ত ক্রিকেটারের নাম হল, সিএম গৌতম ও আবরার কাজি। এর আগে গতকাল একই অভিযোগে গ্রেফতার হন বেঙ্গালুরু ব্লাস্টার্সের ব্যাটসম্যান নিশান্ত সিং শেখাওয়াত।

এরমধ্যে সিএম গৌতম কর্নাটকের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন। গৌতমেরই সতীর্থ ছিলেন আরেক অভিযুক্ত আবরার কাজি।

গত দুই মৌসুম ধরে কর্নাটক প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত করছিল বেঙ্গালুরু সিটি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের অ্যাডিশনাল কমিশনার সন্দীপ পাতিল বলেছেন, কেপিএলে ফিক্সিংয়ের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমরা এই দু’জন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছি।

পুলিশের বক্তব্য, ২০১৯ কেপিএলের ফাইনালে ফিক্সিংয়ে যুক্ত ছিলেন এই দুজন। ফাইনালের মুখোমুখি হয়েছিল, হুবলি টাইগার্স ও বেল্লারি টাস্কার্স। বেল্লারির অধিনায়ক ছিলেন সিএম গৌতম। গৌতম কর্নাটক গোয়ার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। এছাড়াও আইপিএলে দিল্লি, মুম্বাই ইন্ডিয়ান্স ও বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: