Home / বিনোদন / টেলিভিশন / ফাহিমের ‘মাহিয়া’ ইউটিউবে

ফাহিমের ‘মাহিয়া’ ইউটিউবে

বিনোদন ডেস্ক: গানের শিরোনাম ‘মাহিয়া’। সম্প্রতি ইউটিউবে প্রকাশ করা হয়েছে গানটির ভিডিও। কলকাতার গীতিকার প্রসেনের কথায় ও অম্লানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের গায়ক ফাহিম ইসলাম ও তাঁর সঙ্গে কলকাতার গায়িকা মধুবান্তী বাগচী। গাওয়ার পাশাপাশি গানটির মডেল হয়েছেন গায়ক নিজেই এবং সঙ্গে আছেন রাকা বিশ্বাস। ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

‘মাহিয়া’ গানটি প্রসঙ্গে গায়ক ও মডেল ফাহিম বলেন, ‘বছরের একেবারে শেষে মাহিয়া হচ্ছে ধামাকা। এটি আমার অনেক প্রিয় একটি গান। গানের সঙ্গে মিল রেখে নেপালের মনোরম লোকেশনে শুটিং করা হয়েছে। অনেক কষ্ট করেই ওখানে শুটিং করেছি আমরা। দর্শক শ্রোতাদের ভালো একটি গান উপহার দেবো, এ প্রচেষ্টা থেকেই কষ্টকে কষ্ট মনে করিনি। এ মাহিয়া দিয়েই বছরের একেবারে শেষ এবং নতুন বছর শুরু হচ্ছে। আশা করি, গানটি কারো খারাপ লাগবে না। হাবিবের কোরিওগ্রাফে ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত নাসির ও তাঁর টিম। এমন সুন্দর একটি ভিডিও নির্মাণ করে দেওয়ার জন্য নাসির ভাইকেও ধন্যবাদ।’

উল্লেখ্য, এ বছর ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘বাংলা ড্যান্স’ শিরোনামে বিগবাজেটের আরো একটি গান প্রকাশ হয় ফাহিমের। গানটি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও পোস্ট করা হয়। গানটি ব্যাপক সাড়া জাগায় দর্শকদের মাঝে। সেই গানের সাফল্যের রেশ যেতে না যেতেই ‘মাহিয়া’ প্রকাশ করলেন এ গায়ক।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: