Home / বিনোদন / বলিউড / ফাঁস হয়ে গেছে রাই লক্ষ্মীর অন্তরঙ্গ ছবি

ফাঁস হয়ে গেছে রাই লক্ষ্মীর অন্তরঙ্গ ছবি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রাই লক্ষ্মী জুলি-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন। গত ৬ অক্টোবর মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে এটি।

কিন্তু তার আগেই ইন্টারনেটে ভাইরাল এ সিনেমার ফাঁস হওয়া দৃশ্য। এর তিনটি ভিডিও ক্লিপস ফাঁস হয়েছে বলে জানা গেছে। এতে রাই লক্ষ্মীকে অন্তরঙ্গ-রোমান্টিক ও খোলামেলাভাবে দেখা গেছে।

রাই লক্ষ্মী বলেন, আমি সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এবং এ ব্যাপারে কিছু জানি না। আমি অবাক হচ্ছি যে, এই দৃশ্যগুলো ফাঁস হয়েছে। সিনেমা মুক্তির আগে কেউ একজন এই কাজ করেছে এটি সত্যিই অযৌক্তিক।

নেহা ধুপিয়া অভিনীত জুলি সিনেমাটি ২০০৪ সালে মুক্তি পায়। মুক্তির পর দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল এটি। এবার এর সিক্যুয়েল জুলি-টু নির্মাণ করেছেন নির্মাতারা।
সবাইকে অবাক করে দিয়ে কোনো কর্তন ছাড়াই এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘অ্যাডাল্ট’ সিনেমার তকমা অর্থাৎ শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবেন জুলি-টু।

আরো একটি কারণে বেশ আলোচনায় জুলি-টু। তা হলো, এ সিনেমার পরিবেশনায় রয়েছেন ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারম্যান পহলাজ নিহালানি। যিনি রক্ষণশীল ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। প্রথমবার এ সিনেমার পরিবেশক হিসেবে তার নাম দেখে অনেকেই চোখ কপালে তুলেছিলেন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: