Home / বিনোদন / চলচ্চিত্র / পড়াশোনা নিয়ে ব্যস্ত বুবলী

পড়াশোনা নিয়ে ব্যস্ত বুবলী

বিনোদন ডেস্ক: মাত্র এক বছরের ক্যারিয়ার। কিন্তু এর মধ্যেই ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’-এর মতো ছবি উপহার দিয়েছেন।

শাকিব-অপুর পর ঢালিউডে শাকিব-বুবলীই এখন আলোচিত জুটি। হাতে আছে নতুন ছবি ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। ছবিটির শুটিং শুরু হতে আরো এক মাস বাকি। আর এ সময়টা অবহেলায় না কাটিয়ে বুবলি ব্যস্ত পড়াশোনা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে ভর্তি হয়েছেন তিনি। শুটিংয়ের কারণে মাঝখানে একটি সেমিস্টার ড্রপ দিতে হয়। আর সেটি কাটিয়ে উঠতেই এখন সকাল-সন্ধ্যা পড়াশোনা।

বুবলী বলেন, ‘বর্তমানে পরীক্ষা, প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছি। আমার আর তিনটা সেমিস্টার বাকি রয়েছে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: