Home / বিনোদন / প্লেট ভেঙে নাচ, সমালোচনায় শিল্পা

প্লেট ভেঙে নাচ, সমালোচনায় শিল্পা

বিনোদন ডেস্ক: সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে খাবারের গ্লাস-প্লেট মাটিতে ফেলে ভেঙে তার উপর নাচতে দেখা যায়। এরপরই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা।

শিল্পার সেই ভিডিওর নিচে অসংখ্য কমেন্ট পড়তে থাকে। যেখানে শিল্পাকে সবাই বিদ্রুপে ভাসাচ্ছেন।

একজনতো লিখেছেন, ‘দিনে যোগ ব্যায়াম করেন. আর মাঝরাত পর্যন্ত মেতে থাকেন পার্টিতে। প্লেট- গ্লাস ভেঙে বন্ধুদের সঙ্গে নাচছেন। এসব মানায় না আপনাকে। এভাবে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না।’

জি নিউজ জানায়, সম্প্রতি এক বন্ধুর পার্টিতে হাজির হন শিল্পা। সেখানে সবার সঙ্গে নাচতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, পার্টিতে নাচের মাঝে আচমকাই কয়েকজন প্লেট ভাঙতে দেখা যায়। ভাঙা প্লেটের টুকরোর ওপর দিয়েই নাচতে থাকেন সঙ্গীসহ শিল্পা।

সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয় বলিউড অভিনেত্রীকে নিয়ে।

যে দেশে এখনো অনেক মানুষ খাবার পান না, সেখানে শিল্পা কীভাবে অনর্থ টাকা নষ্ট করে প্লেট, গ্লাস ভাঙেন- তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এই ধরনের লজ্জাজনক কাজ করতে কি একটুও বাধলো না? পাশাপাশি শিল্পাকে ‘সস্তা’ও বললেন কেউ কেউ।

তবে এত আক্রমণের মুখে মন্তব্য করেননি শিল্পা।

অনেক দিন বড়পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। শোনা যাচ্ছে, শিগগিরই নতুন সিনেমায় দেখা যাবে তাকে।

Check Also

মুম্বই পুলিশকে ১ লাখ হ্যান্ড স্যানিটাইজার দিলেন সালমান খান

নিউজ ডেস্ক: নিজের অভিনয়ের ক্যারিয়ারে একাধিকবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সালমান। তাই পুলিশের প্রতি বরাবরই …

%d bloggers like this: