Home / বিনোদন / চলচ্চিত্র / প্লিজ অামার ফেইক আইডি ফলো করা বন্ধ করেন: তমা মির্জা

প্লিজ অামার ফেইক আইডি ফলো করা বন্ধ করেন: তমা মির্জা

হাসান মুরসালিন: কয়েকটি সংবাদ মাধ্যমে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে নিয়ে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করা হয়। অার এই সংবাদে এই জনপ্রিয় অভিনেত্রী কিছুটা হতাশ হয়েই শুক্রবার রাতে ১১ টা বাজে তার ব্যক্তিগত ফেইসবুক ফ্যান পেইজে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে দুটি সংবাদপত্রে তাকে নিয়ে প্রকাশিত সংবাদের কাটিং পোস্ট করেন। সাথে তিনি তার সাথে কথা বলে সঠিক তথ্য ও বক্তব্য নিয়ে, তার নিউজ করার জন্য অনুরোধ করেন।

তমা তার স্ট্যাটাসে লেখেন, তা হুবাহু তুলে ধরার হলো।

“কি বলবো, কাকে বলবো? আজব!!!

আমার ফেইসবুক ওপেন অাছে, দিস এজ মাই ওয়ান এন্ড অনলি ফেইসবুক একাউন্ট…প্লিজ অামার ফেইক আইডি ফলো করা বন্ধ করেন….হ্যা নিউজ এর সব কথা যে মিথ্যা তা নয়, সত্যি কথাই বেশির ভাগ বাট আমি তো বলি নাই কিছু….অামার সাথে এ বিষয়ে কারো সাথে কোন কথা হয়নি, আমার যা বলার আমি মুভি রিলিজ হওয়ার অাগেই বলেছি আর তা এখানে লেখা হয়নি….যাই হোক নেক্সট টাইম আমার সাথে কথা বলে নিউজ করবেন..এন্ড থ্যাংকস আমাকে সাপোর্ট করার জন্য এন্ড আমার পাশে থাকার জন্য।

তমা মির্জার ফেইসবুক ফ্যান পেইজ ঘুরে আসতে চাইলে….  https://www.facebook.com/tama.mirza.3

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: