আন্তর্জাতিক ডেস্ক: চিলি উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। এ লক্ষে প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট বুধবার একটি বিলে স্বাক্ষর করেন।
সমুদ্রে ভাসমান প্লাস্টিক সংগ্রহ বন্ধের লক্ষে শতাধিক উপকূলীয় এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
ব্যাচলেট বলেন, আমাদের সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাজধানী সান্তিয়াগোর ২শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পিচিলেমু সার্ফিং কেন্দ্রে এক বক্তব্যে তিনি বলেন, আমাদের উপকূলের সামুদ্রিক মাছ প্লাস্টিক খেয়ে বা গলায় আটকে মারা যাচ্ছে। এটি এমন একটি কাজ যা বাস্তবায়নে অবশ্যই সকলকে এগিয়ে আসতে হবে। এদিকে কেবল ১০২টি উপকূলীয় গ্রাম ও শহরেই নয়, এর বাইরেও প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।
ডব্লিউডব্লিউএফ’র চিলি প্রধান রিকার্দো বোশার্দ বলেন, আমরা আশা করছি যে পার্লামেন্ট সদস্যরা দেশের মঙ্গলের জন্য এই পদক্ষেপের প্রতি জোরালো সমর্থন জানাবেন।
উল্লেখ্য, আমেরিকার সায়েন্স ম্যাগাজিনে ২০১৫ সালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বছরে প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হচ্ছে যা পরিবেশের জন্যে মারাত্মক হুমকি।