Home / ফিচার / প্রেসিডেন্টদের বাড়ি বা সম্পত্তি বিক্রি হওয়া বাড়তি আকর্ষণ তো বটেই

প্রেসিডেন্টদের বাড়ি বা সম্পত্তি বিক্রি হওয়া বাড়তি আকর্ষণ তো বটেই

ফিচার ডেস্ক: বিক্রি হবে মার্থার ভাইনইয়ার্ড নামে ওবামার এই সম্পত্তি।  সাবেক প্রেসিডেন্ট ওবামার গ্রীষ্মকালীন হোয়াইট হাউজ। কাজেই এ সম্পত্তি অনেক ক্রেতার কাছেই বাড়তি আকর্ষণ। ওবামা তার স্ত্রী মিশেল ওবামা  এবং দুই মেয়ে মালিহা ও সাশাকে নিয়ে এখানে অনেক সময় কাটিয়েছেন। এটি চিলমার্ক হাউজ নামেও পরিচিত। এই বাড়ি থেকে সাউথ শোর এবং চিলমার্ক পন্ড দেখা যায়। বর্তমানে বিক্রি হবে বাড়িটি। দাম চাওয়া হচ্ছে ১.১২৫ মিলিয়ন ডলার। ২০১৫ সালে এর দাম ছিল ২২.৫ মিলিয়ন।

ওবামার মার্থার ভাইনইয়ার্ড 

Check Also

বিজ্ঞান ও ধর্মগ্রন্থসমূহে করোনাভাবনা

নিউজ ডেস্ক: কোনো সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠী নয়। পারমাণবিক বোমার হুমকি নয়। পৃথিবীব্যাপী একটাই ত্রাস, করোনাভাইরাস। …

%d bloggers like this: