Home / বিনোদন / বলিউড / প্রেগন্যান্ট অক্ষয় কুমার?

প্রেগন্যান্ট অক্ষয় কুমার?

বিনোদন ডেস্ক: ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর প্রোমোতে এই অবতারেই দেখা গিয়েছে অক্ষয়কে। প্রেগন্যান্ট অবস্থায় বাড়িতে তাঁর কী ভাবে যত্ন নেওয়া হচ্ছে থেকে শুরু করে সন্তানদের জন্ম পর্যন্ত সব কিছুই দেখানো হয়েছে। সদ্য প্রকাশিত প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা নিজে।

সম্প্রতি অক্ষয় মজা করে টুইটও করেছেন, ‘টক কিছু খেতে ইচ্ছে করছে। ’ ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই শো-এ বিচারকের আসনে থাকবেন অভিনেতা। সব মিলিয়ে প্রোমো দেখেই আগ্রহ বেড়েছে দর্শকদের।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: