Home / বিনোদন / চলচ্চিত্র / প্রিমিয়ারেই মুগ্ধ করলো ‘ঢাকা অ্যাটাক’

প্রিমিয়ারেই মুগ্ধ করলো ‘ঢাকা অ্যাটাক’

বিনোদন ডেস্ক: প্রিমিয়ারেই একরাশ শুভেচ্ছা পেলেন দীপন। গতকাল রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল। আর প্রিমিয়ারেরি অতিথিরা মুগ্ধতা ছড়ালেন। নির্মাতা দীপংকর দীপন ও কাহিনিকার সানী সানোয়ারের প্রশংসায় পঞ্চমুখ। ‘ছবিটিকে আন্তর্জাতিক পরিসরে মুক্তি দেওয়া সম্ভব’, ‘অনেক বলিউড ছবির চেয়েও ভালো ছবি’ এমন সব বাক্য শোনা যাচ্ছিল সিনেপ্লেক্সে প্রিমিয়ার শেষে। ছবিটির তিনটি হলে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

ছবিটির প্রিমিয়ার শো উপভোগ করতে শোবিজের নামি-দামি তারকারা। এছাড়াও ছিলেন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অভিনেতা হাসান ইমাম প্রমুখ। । আজ শুক্রবার মুক্তি পাচ্ছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’। দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটি প্রথম সপ্তাহে ১২৫টি সিনেমা হলে চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ছবিটি পুলিশের প্রতি সেকেলে ধ্যান ধারণা পালটে দেবে, দেবে আধুনিক মননে পুলিশ প্রশাসনের এগিয়ে যাওয়া। একের পর কাহিনির পট পরিবর্তন আর উত্তেজনা বাংলাদেশের কম ছবিতেই দেখা যায়। কোথাও বিরক্ত হবার সুযোগ নেই। প্রেক্ষাগৃহে পর্দায় চোখ রাখলে পুরোটা সময় টান টান উত্তেজনায় কেটে যাবে। এই ছবিতে বাংলাদেশ পুলিশ প্রশাসনের ভেতরকার অনেক বিষয় উঠে আসবে। কীভাবে আধুনিক উপায়ে পুলিশ এগিয়ে যাচ্ছে, কীভাবে পুলিশ ক্রমাগত দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধি করছে দেখা যাবে এসব।

তবে ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে একজন নতুন অভিনেতাকে খুঁজে পাবেন দর্শকেরা যার অভিনয়ে মুগ্ধ হতে বাধ্য। কে এই অভিনেতা? খল চরিত্রে অভিনয় করা পর্দার নাম জিসান। প্রকৃত নাম তাসকিন। যার অভিনয়ে প্রথমে মনেই হবে না বাংলাদেশের কোনো অভিনেতার অভিনয় দেখছেন। নির্মাতা তানিম রহমান অংশুর ছোট ভাই তাসকিন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন।

ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি। এবিএম সুমন ও নওশাবার দুর্দান্ত অভিনয় দর্শক অনেকদিন মনে রাখবে। শিপন মিত্র ও মালয়েশিয়ার নারী পুলিশ চরিত্রে অভিনয় করা মেয়েটির অভিনয়ও ভালো লাগবে। আলমগীর, হাসান ইমাম, আফজাল অভিনয় করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে। যথারীতি ছবিতে নিজের যথার্থতা প্রমাণ করেছেন শতাব্দী ওয়াদুদ।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: