Home / বিনোদন / অনুষ্ঠান / প্রিন্স হ্যারি-মেগান মার্কেল বাগদান সারলেন

প্রিন্স হ্যারি-মেগান মার্কেল বাগদান সারলেন

বিনোদন ডেস্ক : সোমবার (২৭ নভেম্বর) এমনটাই ঘোষণা দিয়েছেন হ্যারির বাবা প্রিন্স চার্লস। নভেম্বরের শুরুতে সম্পন্ন হয়েছে হ্যারি ও মেগানের বাগদান। ২০১৮ সালের বসন্তে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো।

লন্ডনের বাস ভবন ক্ল্যারেন্স হাউস-এ প্রিন্স চার্লস বলেন, ‘প্রিন্স হ্যারি রানী এলিজাবেথ ও পরিবারের ঘনিষ্ঠজনদের বিষয়টি জানিয়েছে। মার্কলের বাবা-মাকেও জানিয়েছেন এবং তাদের আশীর্বাদ নিয়েছেন।’

হ্যারি ও মেগানকে শুভকামনা জানিয়ে টুইটারে বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘শুভকামনা মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি। তোমার জন্য অনেক আনন্দিত মেগ (মেগান মার্কেল)। তুমি সবসময় এটির প্রাপ্য ছিলে। এই হাসি অটুট থাকুক।’

বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাই মাসে হ্যারি ও মার্কলের পরিচয় হয়। এর কয়েক মাস পরেই হ্যারি সংবাদমাধ্যমের কাছে দুজনের সম্পর্কের কথা ঘোষণা দেন। তবে ওই বছর সেপ্টেম্বরের আগ পর্যন্ত তাদের এক সঙ্গে দেখা যায়নি। যুদ্ধাহত সেনাদের সমর্থনে এক খেলার অনুষ্ঠানে টরেন্টোতে দুজন একসঙ্গে প্রকাশ্যে আসেন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: