Home / খেলাধুলা / প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে মুশফিক বাহিনী

প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে মুশফিক বাহিনী

স্পোর্টস ডেস্ক: গত তিন দিন কঠোর অনুশীলনের পর আজ নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার মিশন শুরু করল বাংলাদেশ। বেনোনিতে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে মুশফিক বাহিনী।

গত শনিবার বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর পরদিন দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সে দিনই বেনোনিতে শাহারা ক্রিকেট কমপ্লেক্স গ্রাউন্ডে অনুশীলন শুরু করে টাইগাররা।

আজ দক্ষিণ আফ্রিকা সফর আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২ ম্যাচের এই টেস্ট সিরিজ থেকে ‘ছুটি’ নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে ৩ দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। প্রতিপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। এই ম্যাচ দিয়েই বোঝা যাবে, এই সফরে কেমন করবে বাংলাদেশ।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর সুখস্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকা অভিযানে গেছে টিম টাইগার। কঠিন প্রতিপক্ষ, কঠিন কন্ডিশন সব মিলিয়ে বড় পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: