Home / দেখা হয়নি চক্ষু মেলিয়া / প্রশান্তির খোঁজে ঘুড়ে আসুন শালবন

প্রশান্তির খোঁজে ঘুড়ে আসুন শালবন

ফিচার ডেস্ক: পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শালবনে। সাড়ি সাড়ি বিশাল শালগাছ, বিভিন্ন ফলাদির গাছ, ঝাউগাছ আর পাখির কলকাকলি যে কারো মনকে আকৃষ্ট করবে। প্রকৃতি প্রেমিদের বিনোদনের প্রথম তালিকায় থাকে এ শালবন।

সারি সারি শাল আর ঝাউগাছ। সঙ্গে নানা রকমের পাখির কলকাকলি। বিশাল বনের মাঝ দিয়ে চলে গেছে মেঠোপথ। পথ ধরে এগিয়ে গেলে মিলবে গভীর অরণ্য। এমন দৃশ্য দেখে যে কারো মন ভরে উঠবে। মনে জাগবে অন্যরকম অনুভূতি।

তাই প্রকৃতি প্রেমিরা একটু অবসর পেলেই প্রশান্তির খোঁজে ছুটে আসেন এ শালবনে। ছুটিতে অবসর সময় কাটাতে অনেকেই ভির জমান এই বনে। ঈদসহ যেকোন দীর্ঘ ছুটিতে এখানে বসে প্রকৃতি প্রেমি ও বিনোদন প্রেমিদের মিলন মেলা। দিনভর তারা উপভোগ করেন প্রকৃতির অপরুপ সৌন্দর্যকে।

সরেজমিন দেখা যায়, বিশাল বনে গাছের নিচে আলাদা করে লাগানো হয়েছে বেতগাছ। পাখির কিচিরমিচিরের সঙ্গে দিনের বেলাতেও শোনা যায় ঝিঁঝিঁ পোকার ডাক। নানা রঙের ফড়িং, মাকড়সা, বুনো ফল দেখে মনে অন্য রকম ভালোলাগা কাজ করবে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় অরক্ষিত থাকলেও নিরাপত্তা এবং বন রক্ষায় স্থানীয় প্রশাসন ও বন বিভাগের উদ্যোগের ফলে এখানে পর্যটকদের আগ্রহ বেড়েছে। চারপাশে নির্মাণ করা হয়েছে সীমানা প্রাচীর। রয়েছে পর্যটকদের বসার জায়গা, বিশ্রামাগার এবং শৌচাগারসহ নানা সুযোগ-সুবিধা।

সীমান্তবর্তী এ জেলার বিনোদন প্রিয় মানুষের জন্য কোনো পর্যটন কেন্দ্র নেই। ফলে মানসিক প্রশান্তির খোঁজে জেলার বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমান এ শালবনে। বনটিকে ঘিরে পর্যটনের সম্ভাবনা থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে।

লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই বনে সড়ক ও রেলপথে যাওয়া যায়। রাজধানী ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেন অথবা সড়কপথে বাসযোগে লালমনিরহাটের হাতীবান্ধা শহরে পৌঁছে প্রাইভেট কার, বাস, মিনিবাস, রিকশা, ভ্যান ভাড়া করে মাত্র ৫ কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন শালবনে। এখানে রাতযাপনের ব্যবস্থা নেই। তবে হাতীবান্ধা শহরে থাকার ব্যবস্থা রয়েছে।

Check Also

বিজ্ঞান ও ধর্মগ্রন্থসমূহে করোনাভাবনা

নিউজ ডেস্ক: কোনো সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠী নয়। পারমাণবিক বোমার হুমকি নয়। পৃথিবীব্যাপী একটাই ত্রাস, করোনাভাইরাস। …

%d bloggers like this: