Home / বিনোদন / বলিউড / প্রভাস-আনুশকা বিয়ে করছেন (ভিডিও সহ)

প্রভাস-আনুশকা বিয়ে করছেন (ভিডিও সহ)

বিনোদন ডেস্ক: বাহুবলী টু-এ সিনেমায় প্রভাসের বিপরীতে  আনুশকা শেঠি। আজ সেই বাহুবলীর দেবসেনা অর্থাৎ দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠির জন্মদিন। ৩৫ পেরিয়ে বয়স ৩৬ বছরে পা দিলেন আনুশকা। দক্ষিণী অভিনেত্রীর জন্মদিনে এবার প্রকাশ্যে এল তাঁর ভক্তদের মনের সুপ্ত ইচ্ছা।

জন্মদিনে আনুশকার টুইটার হ্যান্ডেল যেমন শুভেচ্ছা বার্তায় ভরে গেছে, তেমনি সেখানে উঠে এসেছে তাঁদের আর এক ইচ্ছার কথা। আনুশকার ভক্তদের ইচ্ছা, এবার যেন বাহুবলীর সঙ্গে জুটি বাঁধেন দেবসেনা। রিল নয়, প্রভাস এবং আনুশকা যেন রিয়েল লাইফে এবার গাঁটছড়া বাঁধেন, এমনই দাবি করছেন দক্ষিণী নায়িকার ভক্তরা। তবে কেউ ই  মুখ খোলেননি এ বিষয়ে…….

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: