Home / জাতীয় / প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন দিলো আইসিটি বিভাগ

প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন দিলো আইসিটি বিভাগ

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতন দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে  অনুদানের চেক গ্রহণ করেন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এ সময় উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ ২২ লাখ ৯৫ হাজার  টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: