Home / খেলাধুলা / প্রধানমন্ত্রীর কাছ থেকে দেওয়া জমি পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ

প্রধানমন্ত্রীর কাছ থেকে দেওয়া জমি পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ

স্পোর্টস ডেস্ক:  ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের নায়ক তিনি। গত বছর মিরাজের ঘূর্ণি জাদুতেই ইংলিশদের তিনদিনে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ২০ বছর বয়সী সেই মিরাজ এবার বিপিএল চলাকালীন সময়েই উপহার হিসেবে পেতে যাচ্ছেন ৩ কাঠা জমি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর মেহেদী মিরাজ তারকা বনে যান। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার আর্থিক অবস্থা নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছিল। তখন তিনি থাকতেন খুলনার খালিশপুরের একটি ভাড়াবাড়িতে। দ্রুতই এই সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাথে সাথে তিনি এই তরুণ অল-রাউন্ডারের জন্য জমি বরাদ্দ এবং বাড়ি নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ , প্রধানমন্ত্রীর সেই নির্দেশের ধারাবাহিকতায় এবার খুলনার খালিশপুরেই মিরাজকে তিন কাঠা জমি দিচ্ছে ।
বিষয়টি আগে থেকেই জানতেন মিরাজ। একের পর এক সিরিজের ব্যস্ততার কারণে বারবার পিছিয়েছে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে আনন্দিত মিরাজ জানিয়েছেন, আগামী মাসের শুরুতেই জমি হস্তান্তরের দালিলিক কাজ শেষ হবে।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: