Home / দেশজুড়ে / প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ নিহত ৩

দেশজুড়ে ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁঠাল গ্রামে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে হামলা চালালে ঘটনাস্থলে আবুল হাসেম (৫৫) ও তার ছেলে জহিরুলের (২৫) মারা যান। এ ঘটনায় জহিরুলের চাচাতো ভাই আজিবুল (২৬) গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবেদিন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা বিষয়টি দেখছেন।

Check Also

জালালাবাদে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর

দেশজুড়ে ডেস্ক: এসএমপির জালালাবাদ থানা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল …

%d bloggers like this: