Home / জাতীয় / প্রণোদনার টাকা পেতে শুরু করেছে শ্রমিকরা

প্রণোদনার টাকা পেতে শুরু করেছে শ্রমিকরা

নিউজ ডেস্কঃ করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের পাঁচ হাজার কোটি টাকা তৈরি পোশাক খাতের শ্রমিকদের কাছে পৌঁছাতে শুরু করেছে।

ব্যাংক থেকে প্রণোদনার টাকা তৈরি পোশাক খাতের শ্রমিকদের এপ্রিল মাসের বেতন হিসাবে জমা হতে শুরু করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এম সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাণিজ্যিক ব্যাংকের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনা প্যকেজের অর্থ ছাড় করেছে। আমরা প্রথম ধাপে দুই হাজার কোটি টাকা ছাড় করেছি। ব্যাংকগুলোর চাহিদা মোতাবেক এটি দেওয়া হচ্ছে।

রপ্তানিমুখি তৈরি পোশাক কারখানার আবেদনের প্রেক্ষিতে ব্যাংকগুলো বেশ কয়েকদিন আগে থেকেই সহজ শর্তের এই ঋণ বিতরণ শুরু করেছে।

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পেয়ে গেছেন। বাকি কারখানাগুলো খুব শিগগিরই বেতন পরিশোধ করবে। বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই দেওয়া হবে।’

সূত্র জানায়, বিজিএমইএর মোট দুই হাজার ২৭৪ সদস্যের মধ্যে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণের আবেদন করেছে এক হাজার ৬১৫টি প্রতিষ্ঠান। তাদের সবাইকেই ঋণ আবেদনের সনদ প্রদান করেছে বিজিএমইএ।

অন্যদিকে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) দুই হাজার ৬১৪ সদস্যের মধ্যে আবেদন করেছে ৮৩৩টি প্রতিষ্ঠান। তারাও ব্যাংকের কাছে ঋণ আবেদনের সনদ পেয়েছে।

তথ্যানুযায়ী প্রায় এক হাজার পোশাক কারখানা তহবিলের জন্য আবেদন করতে সক্ষম নয়।

 

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: