Home / বিনোদন / বলিউড / প্রকাশ হলো পদ্মাবতীর দুই পোস্টার

প্রকাশ হলো পদ্মাবতীর দুই পোস্টার

বিনোদন ডেস্ক: প্রতীক্ষার অবসান। সামনে এসেছে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী ছবির পোস্টার।

ঐতিহাসিক চরিত্র রানি পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। প্রথম পোস্টারে সামনে আনা হয়েছে তাঁর লুক। দীপিকা নিজে পোস্টার দুটি শেয়ার করেছেন।

পোস্টারে ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। হিন্দিতে লিখেছেন, নবরাত্রিতে রানি পদ্মাবতীর সঙ্গে পরিচিত হোন। দুটি পোস্টারেই নজর কেড়েছেন দীপিকা। ঘাঘরা-চোলির সঙ্গে গা ভর্তি গয়নাতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। পোস্টার দীপিকাকে দেখে খুশি ভক্তরা। তবে রণবীর ও শহিদের লুক দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: